বীজ বপনের সময়ঃ
এলাকাভেদে বপন সময়ের তারতম্য দেখা যায়। খরিফ-১=মধ্য-ফাল্গুন থেকে ৩০শে ফাল্গুন (ফেব্রুয়ারির শেষ হতে মধ্য-মার্চ) এবং খরিফ-২ মৌসুমে ১লা ভাদ্র থেকে ১৫ ই ভাদ্র (আগস্টের ১৫-৩১)। তবে মধ্য-সেপ্টেম্বর পর্যন্ত বপন করা যায়।
বীজ হারঃ
বীজের হার বিঘা প্রতি ৪.৬৭ থেকে ৫.৩৩ কেজি পর্যন্ত।
ছিটিয়ে বপনের ক্ষেত্রে বীজের পরিমাণ সামান্য বেশি দিতে হয়।
বপন পদ্ধতিঃ
ছিটিয়ে অথবা সারি করে বীজ বপন করা যায়। সারিতে বপনের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব ১ ফুট রাখতে হবে। খরিফ-২ ছিটিয়ে বোনা যায়।
তথ্যসুত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই (ষষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ৩, ২০২১
Leave A Comment