পরিচিতিঃ
বোরো ধানের চারা উৎপাদনে পলিথিন আবৃত শুকনো বীজতলা একটি নতুন পদ্ধতি। এ পদ্ধতিতে শুকনো বীজতলায় বীজ বপনের পর পলিথিন দিয়ে ঢেকে দিতে হয়। বীজতলার চারা অত্যধিক শীতের প্রভাবে বিবর্ণ/ সাদা হওয়া থেকে বাঁচানোর জন্য এ পদ্ধতি উদ্ভাবিত হয়েছে।
[images picture_size=”fixed” lightbox=”yes” class=”” id=””]
[image link=”” linktarget=”_self” image=”http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/poly-seed-bed-1.jpeg” alt=””]
[image link=”” linktarget=”_self” image=”http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/poly-seed-bed-2.jpeg” alt=””]
[/images]
পলিথিন বীজতলার সুবিধাঃ
- বীজের পরিমাণ ৫০% কম লাগবে;
- মাত্র ২৫-৩০ দিনে সুস্থ্য সবল চারা উৎপাদন সম্ভব;
- চারা উত্তোলনে শ্রম ও খরচ কম লাগবে;
- অধিক শীতে এমনকি শৈতপ্রবাহেও (Cold Injury) চারার কোন ক্ষতি হয় না;
- রিকভারী স্টেজ খুবই কম সময়ে উত্তীর্ণ হয়;
- সর্বোপরি ২৫-৩০% ফলন বেশী পাওয়া যায়|
শুকনো বীজতলা প্রস্তুত প্রণালীঃ
- প্রয়োজনীয় আর্দ্রতা সম্পন্ন যে কোন দোঁআশ বা বেলে দোঁআশ মাটিতে শুকনো বীজতলা করা যায়।
- আদর্শ বীজতলা তৈরী করে অংকুরিত বীজ ছিটিয়ে গোবর মিশ্রিত মাটি দিয়ে ঢেকে দিতে হবে (পেয়াজ/মরিচ/বেগুনের বীজতলার ন্যায়)।
- সাথে সাথে সম্পূর্ণ বীজতলা পলিথিন (কালো ব্যতীত) দিয়ে ঢেকে দিয়ে চারদিকে মাটির ঢেলা দিয়ে আটকিয়ে দিতে হবে।
- প্রতি বর্গমিটারে ৫০-৬০ গ্রাম বীজের প্রয়োজন হয়।
- ২০-২৫ দিন ঢেকে রাখলে ধানের চারা গুলো রোপন উপযোগী হবে।
- চারা শক্ত করার জন্য মূল জমিতে রোপণের ৩/৪ দিন আগে দৈনিক ২/৩ ঘন্টা পলিথিন তুলে দিতে হবে।
- বীজতলা থেকে চারা উত্তোলনের পর পটাশিয়াম পারম্যাঙ্গানেটে চারার গোড়া চুবিয়ে রোপণ করা উত্তম। (২ গ্রাম পটাশিয়াম ১০ লিটার পানিতে মিশিয়ে)।
সতর্কতা ও নিয়মাবলীঃ
- অতিরিক্ত শীতে পলিথিন সরানো যাবে না।
- বীজতলায় রসের অভাব হলে স্প্রে করে সেচের ব্যবস্থা করতে হবে।
- পলিথিনের তাপমাত্রা বাহিরের তাপমাত্রা অপেক্ষা ৫-৬ডিগ্রি বেশী হলে ২/৩ ঘন্টা পলিথিন সরিয়ে রাখতে হবে।
- রোগ-পোকায় আক্রান্ত হলে বালাইনাশক স্প্রে করে ২/৩ ঘন্টা পলিথিন সরিয়ে রাখতে হবে।
- প্রতি গোছায় ২ টি করে চারা লাগাতে হবে।
- জমিতে ছিপছিপে পানি রাখতে হবে ১০-১৫ দিন। তখন গুটি ইউরিয়া প্রয়োগ করা যেতে পারে।
- নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
তথ্যসূত্রঃ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লিফলেট।
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১
Leave A Comment