[slider width=”100%” height=”60%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/10/kaalbladlus1.jpg[/slide]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/10/CabbageAphid-Pia-Scanlon-2010-_DAF8399.jpg[/slide]
[/slider]
ক্ষতির প্রকৃতিঃ
পোকা গাছের কচি পাতা ও ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে ।
পোকার আক্রমণের পূর্বে করণীয়ঃ
- আগাম বীজ বপন করা;
- সুষম সার ব্যবহার করা;
- ক্ষেত পরিস্কার/পরিচ্ছন্ন রাখা;
পোকার আক্রমণের পরে করণীয়ঃ
- গাছের আক্রান্ত অংশ অপসারণ করা;
- প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করা;
- পরিস্কার পানি জোরে স্প্রে করা;
- হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা;
- তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা;
- প্রতি গাছে ৫০ টির বেশি পোকা দেখা দিলে এডমেয়ার ২০ এসএল ০.৫ মিলি./লি হারে পানিতে শিশিয়ে স্প্রে করা।
বিঃ দ্রঃ স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না
তথ্যসূত্রঃ কৃষকের জানালা, www.google.com.bd এবং সংশ্লিষ্ট কোম্পানীর লিফলেট।
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১