সূর্যমূখী সংগ্রহ ও করণীয়
ফসল সংগ্রহঃ বপন থেকে পরিপক্ক হওয়া পর্যন্ত ৯০ থেকে ১১০ দিন সময় লাগে। ফসল কাটা ও শুকানোঃ সূর্যমূখী বপনের ৬৫-৭০ দিন পরে ফুলের বীজ পুষ্ট হওয়া শুরু হয়। সূর্যমূখী কাটার সময় হলে গাছের পাতা হলুদ হয়ে আসে এবং পুষ্কস্তবক (মাথা) সহ গাছগুলো নুয়ে পড়ে। বীজগুলো কালো রং এবং দানাগুলো পুষ্ট ও শক্ত হয়। মৌসুম অনুসারে [...]