গাজর সংগ্রহ ও করণীয়
ফসল সংগ্রহ : ভালো ফলন পেতে হলে ১০০ দিনের আগে ফসল তোলা চলবে না। পুরোপুরি পরিপক্ব ও উৎকৃষ্ট মানের গাজর পেতে হলে বীজ বোনার ১০০ থেকে ১২৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা উচিত। সঠিক যত্ন নিলে বিঘা প্রতি ৭০ থেকে ৯০ মণ ফলন পাওয়া যায়। বীজ উৎপাদন : বাংলাদেশের আবহাওয়ায় গাজরের বীজ উৎপাদন করা যায় না। তবে ভারতের [...]