চিচিঙ্গা সংগ্রহ ও করণীয়
চিচিঙ্গা সংগ্রহঃ চারা গজানোর ৬০-৭০ দিন পর ফল দেয়া শুরু হয়। স্ত্রী ফুলের পরাগায়নের ১০-১৩ দিনের মধ্যে ফল খাওয়ার উপযুক্ত হয়। কচি ও খাওয়ার উপযোগী পুষ্ট অবস্থায় ২-৩ দিন (কচি অবস্থায়) পর পর ফল সংগ্রহ করতে হয়। ফল আহরণ একবার শুরু হলে তা দুই আড়াই মাস পর্যন্ত অব্যাহত থাকে। ফলনঃ উন্নত পদ্ধতিতে চাষাবাদ করলে চিচিঙ্গার গড় ফলন বিঘা প্রতি ৮৫-১০০ মণ। তথ্যসূত্রঃ [...]