অয়েল পাম সংগ্রহ ও করণীয়
বাংলাদেশে ফলন মালয়েশিয়ার তুলনায় দেড় থেকে দ্বিগুণ। বছরে একটি গাছে ১০-১২টি কাঁদি ধরে। মালয়েশিয়াতে প্রতি কাঁদির ওজন হয় ২০-৪০ কেজি। আর বাংলাদেশে ৪০-৬০ কেজি পর্যন্ত হচ্ছে বলে কৃষি বিশেষজ্ঞরা জানান। কৃষিবিদরা জানান, প্রতিটি গাছে অন্তত ৫০ লিটার পাম অয়েল উৎপন্ন হবে। বাড়ির পাশে অথবা পতিত জমিতে ১০০টি গাছ রোপণ করলে প্রতিবছর ৩ লাখ টাকা আয় [...]