বাতাবি লেবুর কান্ড ছিদ্রকারী পোকা
পোকা আক্রমণের লক্ষণঃ এই পোকা কীড়া বাতাবি লেবুর গাছের ডগার মাঝখানে গর্ত খঁড়ে এবং এভাবে গর্ত খঁড়তে খঁড়তে প্রায় ২৫ মিলিমিটার পর্যন্ত উপরে উঠে যায় । আক্রান্ত ডগা মরে গেলে কীড়া দিক পরিবর্তন করে নিচের দিকে নেমে গাছের বড় বড় শাখায় প্রায় ৯ মিলিমিটার পরিমাণ সুড়ঙ্গের সৃষ্টি করে এবং মাঝে মাঝে গর্ত খুঁড়তে থাকে । [...]