আমড়া সংগ্রহ ও করণীয়
ফেব্রুয়ারী-মার্চ মাসে গাছে ফুল আসে। আগস্ট-অক্টোবর মাসে ফল পাকে। বারি আমড়া-১ সারা বছর ধরেই সংগ্রহ করা যায়। সবুজ আমড়া পুষ্ট হলেই খাওয়ার জন্য সংগ্রহ করতে হবে। গাছ পাকা আমড়া বীজের জন্য সংগ্রহ করতে হবে তথ্যসূত্রঃ মুন্সী রাশীদ আহ্মদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, এইচআরসি, বিএআরআই, গাজীপুর