করমচার জাত পরিচিতি
বাংলাদেশ এখন পর্যন্ত করমচার উন্নত জাত উদ্ভাবিত হয়নি। স্থানীয়ভাবে করমচার চাষ হয়ে থাকে। করমচা টক ফলের গাছ তবে বর্তমানে মিষ্টি ফলও রয়েছে। করমচা দেখতে উজ্জ্বল লালচে চেরি ফলের মতো। বেশ ঝোপালো ধরনের শক্ত জাতে কাঁটা ও গুল্ম। প্রায় ২.৫-৩ মিটার দীর্ঘ হয়, পাশেও বিস্তৃত গটে প্রায় ২-৩ মিটার। শাখায় মোটা ও সোজা কাঁটা থাকে । [...]