লেবু সংগ্রহ ও করণীয়
ফল সংগ্রহঃ লেবু সবুজ থাকা অবস্থায় সংগ্রহ করলে বাজার মূল্য বেশী পাওয়া যাবে। পেকে গেলে বাজারে চাহিদা কমে যায়। দু'একটি পাতাসহ ফল সংগ্রহ করলে বেশীদিন সংরক্ষণ করা যায়। জুলাই-আগস্ট এবং ডিসেমম্বর-জানুয়ারী মাস সংগ্রহকাল হিসেবে ধরা যায়। উৎসঃ কৃষি তথ্য সার্ভিস ও স্থানীয় অভিজ্ঞতা।