তেঁতুল চাষে সার ব্যবস্থাপনা
তেঁতুলের ভাল ফলনের জন্য গর্ত প্রতি নিম্নোক্ত হারে সার প্রয়োগ করতে হবে- সারের নাম সারের পরিমাণ মন্তব্য পচা গোবর/কম্পোস্ট ২০ কেজি প্রয়োগ পদ্ধতিঃ ছকে উল্লিখিত সমুদয় সার গর্ত করার পর উপরের মাটির সাথে ভালভাবে মিশিয়ে ঢেকে রাখতে হবে। প্রায় ১০-১৫ দিন পর মাটি উলটপালট করে চারা রোপণ করতে হবে। ইউরিয়া ০ টিএসপি ২০০ গ্রাম এমওপি/পটাশ ২৫০ গ্রাম জিপসাম [...]