বেলের জাত পরিচিতি
বাংলাদেশে বেলের উন্নত কোন জাত উদ্ভাবিত হয়নি। সারাদেশে স্থানীয়ভাবে বেল গাছ লাগানো হয়। বেল কাঁচা ও পাকা অবস্থায় অত্যন্ত পুষ্টিকর ফল। শরবত, মোরব্বা ও কবিরাজী চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে। বড় ধরণের গাছ, উচ্চতায় ২২ হাত থেকে ৩৫ হাত অথবা ১০-১৬ মিটার হয়। গরমের সময়ে সব পাতা ঝরে পড়ে। তথ্যসূত্রঃ খাদ্য-পুষ্টি ও রকমারি ফল চাষ by [...]