বীজ বপনের সময়ঃ
মধ্য কার্তিক -মধ্য অগ্রহায়ন মাস পর্যন্ত বীজ বপন করা যায়।
বীজ হার (কেজি/বিঘা):
ছিটিয়েঃ বিঘা প্রতি ১৬ কেজি বীজ লাগবে।
সারিতেঃ বিগা প্রতি ১৩ কেজি বীজ লাগবে।
বপন পদ্ধতিঃ
বার্লি ছিটিয়ে বা সারিতে বপন করা যায়।
লাঙ্গল দিয়ে ৩.৫ সেমি.গভীর নালা টেনে তা মাটি দিয়ে ঢেকে দিতে হবে।
তথ্যসূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১২, ২০২১