তুলা সংগ্রহঃ
সাধারণত তুলা মাঘ-ফাল্গুন মাসে ফসল তুলতে হয়।
মার্কেটে যে সকল গুনাবলীর তুলার চাহিদা রয়েছে-
· খুব পরিষ্কার, মিশ্রনমুক্ত তুলা;
· নির্দিষ্ট দৈর্ঘ্যের মজবুত ও পরিপক্ক আঁশ;
· খাটো আশের পরিমাণ কম;
· কম পরিমাণে ফাইবার নেপস এবং বীজের ভাংগা আবরন;
· কম পরিমাণে জৈব ট্র্যাশ ও মাইক্রো ডাস্ট;
· সহজে পরিষ্কার করার ক্ষমতা।
যেভাবে গুনগত মানসম্পন্ন তুলা উৎপন্ন করা যায়-
· উচ্চ ফলনশীল বা হাইব্রীড জাতের চাষাবাদ;
· সুষম সার ব্যবহার;
· সঠিক পোকা-মাকড় ব্যবস্থাপনা;
· সঠিক সময়ে তুলা সংগ্রহ করা;
· তুলা সংগ্রহের পর সঠিক মাত্রায় শুকানো;
· পাটের ব্যাগে সংরক্ষণ করা।
উৎসঃ তুলা উন্নয়ন বোর্ড, ঢাকা
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১