সাধারণত অনুর্বর জমিতে চাষ করলেও পরিমিত পরিমাণ সার প্রয়োগে ভাল ফলন পাওয়া যায়। টেবিলে এক শতক জমির জন্য সারের মাত্রা দেয়া আছে।
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য |
ইউরিয়া | ৩৮০-৪৩০ গ্রাম | অধিকতর জানতে এখানে ক্লিক করুন। |
টিএসপি | ২৮০-৩০০ গ্রাম | |
এমওপি | ১২০-১৬০ গ্রাম |
সার প্রয়োগ পদ্ধতিঃ
সেচবিহীন চাষে সমুদয় সার একসাথে প্রয়োগ করতে হবে। সেচের ব্যবস্থা থাকলে অর্ধেক ইউরিয়া ও সমুদয় টিএসপি ও পটাশ সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। বাকী ইউরিয়া সার ৩৫-৪০ দিন পর প্রয়োগ করতে হবে।
তথ্যসূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১২, ২০২১