জমিতে জৈব সার প্রয়োগ না করা হলে প্রতি শতাংশ জমিতে নিচের তালিকা অনুযায়ী সার দিতে হবে –
জাতের নাম | সারের পরিমাণ | |||||
ইউরিয়া | টিএসপি | এমওপি | জিপসাম | জিংক সালফেট | ||
বপণের দিন | পয়তাল্লিশ দিন পর | বপনের দিন প্রয়োগ করতে হবে | ||||
সকল জাত | ২৭০ গ্রাম | ২৭০ গ্রাম | ১১০ গ্রাম | ১৬০ গ্রাম | – | – |
২০.২৪/শতাংশ কেজি হারে পচা গোবর সার প্রয়োগ করা হলে প্রতি শতাংশ জমিতে নিচের তালিকা অনুযায়ী সার দিতে হবে – | ||||||
৫০ গ্রাম | ২৭০ গ্রাম | – | – | – | – |
– টেবিলে প্রদত্ত সারের মাত্রা এলাকা ও মৃত্তিকার ভিন্নতার কারণে পরিবর্তন হতে পারে।অধিকতর তথ্য জানতে এখানে ক্লিক করুন।
সার প্রয়োগ পদ্ধতিঃ
* গোবর সার অবশ্যই বীজ বপনের ২-৩ সপ্তাহ পূর্বে জমিতে প্রয়োগ করতে হবে এবং মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে
* বীজ বপনের দিনের প্রয়োজনীয় সকল সার শেষ চাষের সময় মাটিতে মিশিয়ে দিতে হবে
* ইউরয়া সার ৪৫ দিনে প্রয়োগের সময় যেন মাটিতে পর্যাপ্ত রস থাকে
* ইউরিয়া সার প্রয়োগের সময় যেন পাতায় লেগে না থাকে তা খেয়াল রাখতে হবে।
তথ্যসূত্রঃ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), ঢাকা
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১