বীজ বপনের সময়ঃ
কার্তিক মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহ (অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ) পর্যন্ত মসুর বীজ বপন করা যায়।
বীজ হারঃ
বীজের হার বিঘা প্রতি ৪.০ থেকে ৪.৬৭ কেজি পর্যন্ত।
ছিটিয়ে বপনের ক্ষেত্রে বীজের পরিমাণ সামান্য বেশি দিতে হয়। তবে বারি মসুর-৩ এর বেলায় হেক্টর প্রতি ৪.৬৭ থেকে ৫.৩৩ কেজি বীজ ব্যবহার করতে হবে।
বপন পদ্ধতিঃ
ছিটিয়ে অথবা সারি করে বীজ বপন করা যায়। সারিতে বপনের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব ১ ফুট রাখতে হবে।
তথ্যসূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১