সাধারণত তিসি বিনা সারে চাষ করা হয়। তবে ভাল ফলন পেতে হলে নিম্নরুপ হারে সার প্রয়োগ করতে হবেঃ
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য |
ইউরিয়া | ০.২৮-০.৩২ কেজি | অধিকতর তথ্য জানতে এখানে ক্লিক করুন। অঞ্চল ও মৃত্তিকা ভেদে সারের মাত্রা ভিন্ন হতে পারে। |
টিএসপি | ০.৪৫-০.৫৩ কেজি | |
পটাশ | ০.১৬-০.২ কেজি |
সার প্রয়োগ পদ্ধতিঃ
ইউরিয়া সার অর্ধেক ও বাকি অন্যসব সার শেষ চাষের সময় জমিতে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া বীজ বপনের ২৫-৩০ দিন পর প্রয়োগ করতে হবে।
তথ্যসূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১