বপনের সময়ঃ
কার্তিক (মধ্য অক্টোবর হতে মধ্য নভেম্বর)
বীজের হারঃ
বিঘা প্রতি ৯৩০ গ্রাম হতে ১ কেজি বীজের প্রয়োজন।
বপন পদ্ধতিঃ
তিসি সাধারণত ছিটিয়ে বপন করতে হয়। তবে সারিতে বপন করা ভাল। সারি থেকে সারির দূরত্ব ১ ফুট রাখতে হবে।
তথ্যসূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১