বীজ নির্বাচনঃ
পরিপুষ্ট, অক্ষত, পরিষ্কার ও আগাছা বীজ মুক্ত পাটের বীজ ব্যবহার করতে হবে, যার অংকুরোদগম ক্ষমতা এবং সতেজতা ভাল থাকে।
বীজের অংকুরোদগম পরীক্ষাঃ
মাটির সানকি, চোষ কাগজ বা নরম কাপড়ের উপর ১০০ টি বীজ গজিয়ে পরীক্ষা করে নিলে ভাল হয়। এতে মাত্র ৩ দিন লাগবে। আশিটির বেশি বীজ গজালে বুঝতে হবে তা ভাল বীজ।
[images picture_size=”fixed” lightbox=”yes” class=”” id=””]
[image link=”” linktarget=”_self” image=”http://agrivisionbd.com/wp-content/uploads/2015/09/seed-germ-1.jpg” alt=””]
[image link=”” linktarget=”_self” image=”http://agrivisionbd.com/wp-content/uploads/2015/09/seed-germ-2.jpg” alt=””]
[/images]
- বিঘা প্রতি ১.৪৭ কেজি থেকে ১.৬০ কেজি বীজ ব্যবহার করতে হবে।
গাছের পরিমাণঃ
বিঘা প্রতি ৫৩৩৩৩ হতে ৬০০০০ টি গাছ থাকতে হবে। অথবা প্রতি বর্গমিটারে ৪০-৫০ টি পাট গাছ থাকতে হবে।
তথ্যসূত্রঃ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), ঢাকা
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১