তিলের ভাল ফলনের জন্য শতক প্রতি ছকে উল্লেখিত পরিমাণ সার প্রয়োগ করা যেতে পারে –
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য | ||||
ইউরিয়া | ৪০০-৫১০ গ্রাম | টেবিলে প্রদত্ত সারের মাত্রা এলাকা ও মৃত্তিকার ভিন্নতার কারণে পরিবর্তন হতে পারে।অধিকতর তথ্য জানতে এখানে ক্লিক করুন | ||||
টিএসপি | ৫০০-৬১০ গ্রাম | |||||
এমওপি | ১৬০-২০০ গ্রাম | |||||
জিপসাম | ৪০০-৪৫০ গ্রাম | |||||
দস্তা | ১০-২০ গ্রাম | |||||
বোরণ | ৩০-৪০ গ্রাম |
প্রয়োগ পদ্ধতিঃ
অর্ধেক ইউরিয়া সমুদয় অন্যান্য সার শেষ চাষের সময় ছিটিয়ে মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। অবশিষ্ট ইউরিয়া বীজ বপনের ২৫-৩০ দিন পর ফুল আসার সময় উপরি প্রয়োগ
তথ্যসূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১