সয়াবীনের জমিতে প্রয়োগের জন্য সার সুপারিশ নিম্নরুপঃ
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য |
ইউরিয়া | ০.২-০.২৪ কেজি | অধিকতর তথ্য জানতে এখানে ক্লিক করুন। অঞ্চল ও মৃত্তিকা ভেদে সারের পরিমাণ ভিন্ন হতে পারে। |
টিএসপি | ০.৬১-০.৭১ কেজি | |
পটাশ | ০.৪-০.৪৯ কেজি | |
জিপসাম | ০.৩২-০.৪৫ কেজি | |
বোরন | ০.৩-০.৪ কেজি |
সার প্রয়োগ পদ্ধতিঃ
সবটুকু সার ছিটিয়ে শেষ চাষের সময় জমিতে ভালভাবে মিশিয়ে দিতে হবে।
অণুজীব সার প্রয়োগঃ
এক কেজি বীজের মধ্যে ৬৫-৭৫ গ্রাম অণুজীব সার ছিটিয়ে দিয়ে ভালভাবে নাড়াচাড়া করতে হবে । এই বীজ সাথে সাথে বপন করতে হবে। অণুজীব সার ব্যবহার করলে সাধারণত ইউরিয়া সার প্রয়োগ করতে হয় না।
উৎসঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১