রোগ আক্রমণের লক্ষণ:
আক্রান্ত বার্লির শীষে কিছু কিছু দানা বিবর্ণ হয়ে যায়। মাড়াইয়ের পর দানায় বাদামি দাগ দেখা যায় ।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/11/barleyheadblight-2.jpg[/slide]
[/slider]
আক্রমণের আগে করণীয়ঃ
১. একই জমিতে বারবার বার্লি চাষ করবেন না
২. উন্নত জাতের বার্লি বপন করুন ।
আক্রমণ হলে করণীয়ঃ
১. আক্রমণ বেশি হলে ফলিকুর ২ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা।
২. বার্লি কাটার পর পরিত্যাক্ত অংশ ধ্বংস করুন
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : জুলাই ২, ২০১৬