রোগের লক্ষণ:
এ রোগ হলে গাছের উপরের দিকের অংশে ছোট ছোট পানি ভেজা বাদামী পড়ে। আস্তে আস্তে দাগগুলো বড় হয় এবং একাধিক দাগ একত্রিত হয়ে বড় দাগের সৃষ্টি করে। দাগের চারদিকে হলুদ বলয় থাকে। পানের বাজার দর কমে যায়।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/leaf-spot-2-2.jpg[/slide]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/leaf-spot-1-1.jpg[/slide]
[/slider]
রোগ দমনে সমন্বিত ব্যবস্থাপনাঃ
রোগ আক্রমণের পূর্বে করণীয়ঃ
১. সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করা
২. বারজ ও আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখা
৩. রোগ সহনশীল জাত যেমন: বারি পান-১ ও পারি পান-৩ চাষ করা।
৪. শস্য পর্যায় অনুসরন করা।
রোগ আক্রমণের পর করণীয়ঃ
১. আক্রান্ত পাতা ও লতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলা।
২. আক্রমণ বেশি হলে কুপ্রাভিট ৪ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা অথবা খৈলের সাথে মিশিয়ে প্রয়োগ করা।
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ঢাকা এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১