রোগ আক্রমণের লক্ষণ:
সাদা মাছি. জাপপোকা ইত্যাদি দ্বারা ভাইরাস ছড়ায় । আক্রান্ত গাছ খর্বাকৃতি হয় । পাতার গায়ে টেউয়ের মত ভাজের সৃষ্টি হয় । বয়স্ক পাতা পুরু ও মচমচে হয়ে যায় । অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় ও ফুল ফল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে ।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/10/blackgramleafcurl-1.jpg[/slide]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/10/blackgramleafcurl-2.jpg[/slide]
[/slider]
আক্রমণের আগে করণীয়ঃ
- রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা ।
- রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করা ।
আক্রমণ হলে করণীয়ঃ
- আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা ।
- ভাইরাসের বাহক পোকা দমনেহার জন্য ডায়ামেথেয়ট, এসাটাফ, এডমেয়ার, টিডো, ইত্যাদি যে কোন একটি ১ মিলি /লিটার হারে পানিতে মিশিয়ে স্প্রে করা) ।
- ফসল কাটার পর আক্রান্ত জমি ও তার আসে-পাশের জমির নাড়া পুড়িয়ে দিন।
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং কৃষকের জানালা
সর্বশেষ আপডেট : জুলাই ২, ২০১৬