[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/11/kawon-er-badami-dag.jpg[/slide]
[/slider]
রোগ আক্রমণের লক্ষণ:
পাতায় শিরার সমান্তরালে ছোট ছোট সরু ও লম্বালম্বি চিকন বাদামী দাগ পড়ে । একাধিক দাগ একত্রে মিশে অপেক্ষাকৃত বড় ও চওড়া দাগের সৃষ্টি হতে পারে । আক্রমণ প্রবল হলে দাগগুলো মোটা হালকা বাদামী রঙের হয় ।
আক্রমণের আগে করণীয়ঃ
১. পরিস্কার পরিচ্ছন্ন চাষ নিশ্চিত করা।
২. সুষম পরিমানে ইউরিয়া, টিএসপি এবং পটাশ সার ব্যবহার করা।
৩. আক্রান্ত জমি থেকে বীজ সংগ্রহ না করা;
আক্রমণ হলে করণীয়ঃ
১. প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন: টিল্ট বা একানাজল ১ মিলি / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : জুলাই ২, ২০১৬