[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/11/pata-jholsano.jpg[/slide]
[/slider]
রোগের লক্ষণঃ
প্রথমে পাতার নিচের দিকে লম্বা ধুসর দাগ হয় পরে তা পাতার উপরের দিকেও দৃশ্যমান হয়। একপর্যায়ে পাতা শুকিয়ে যায় এবং গাছ মারা যায়।
রোগ দেখা দেয়ার পূর্বে করণীয়ঃ
১. রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাতের যেমন: মোহর চাষ করুন।
২. আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করা যাবে না;
রোগ দেখা দেয়ার পর করণীয়ঃ
১. টিল্ট ২৫০ ইসি ২ মি.লি./ লি. হারে পানিতে মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা ।
২. ফসল কাটার পর আক্রান্ত গাছ পুড়িয়ে দিন বা অপসারণ করুন।
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : জুলাই ২, ২০১৬