[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/10/blight-rog.jpg[/slide]
[/slider]
রোগের কারণঃ
ব্যাক্টেরিয়া (Xanthomonas oryzae pv. Oryzae) দ্ধারা এ রোগ হয়। পোকা, বাতাস ও সেচের পানির মাধ্যমে এ রোগ ছড়ায়।
রোগের লক্ষণ:
ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। চারা গজানোর সাথে সাথে মারা যায় অথবা চারা খুব দুর্বল ও লিকলিকে হয়।চারার গায়ে বিবর্ণ দাগ দেখা যায়।
রোগ হওয়ার আগে করণীয় :
১. বপনের আগে প্রতি কেজি বীজে ১ গ্রাম হারে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাক নাশক যেমন: ব্যাভিস্টিন বা নোইন মিশিয়ে বীজ শোধন করা;
২. স্বল্প গভীরতায় বীজ বপন করা।
রোগ হলে করণীয় :
১. রোগ দেখা দিলে বীজ তলা পানিতে ডুবিয়ে রাখলে বা প্লাবন সেচ দিলে ভাল ফল পাওয়া যায়।
তথ্যসূত্রঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : মে ২২, ২০১৬