রোগের লক্ষণঃ
পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মত দাগ দেখা যায়, যা ধীরে ধীরে সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে । আক্রান্ত বেশী হলে পাতা হলুদ বা কালো হয়ে মারা যায় ।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/11/soabeanpowderymildew-2.jpg[/slide]
[/slider]
রোগ হওয়ার পূর্বে করণীয়ঃ
১. আগাম বীজ বপন করা
২. সুষম সার ব্যবহার করা
৩. রোগ প্রতিরোধী জাতের চাষ করা
৪. আক্রান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করবেন না
রোগ দেখা দিলে করণীয়ঃ
১. আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা ।
২. টিল্ট ২৫০ইসি-০.৫মিঃলিঃ অথবা রনভিট-২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : জুলাই ২, ২০১৬