রোগ আক্রমণের লক্ষণ:
এটি ছত্রাকজনিত রোগ । এ রোগ হলে আখের পাতায় লম্বাটে লালচে বা বাদামী দাগ দেখা দেয়। দাগের মাঝখানটা লালচে বা বাদামী কিন্তু কিনারা খড়ের ন্যায় রঙ্গের হয়।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/11/sugarcane-eye-spot-1.jpg[/slide]
[/slider]
আক্রমণের আগে করণীয়ঃ
১. রোগমুক্ত আনূমোদিত বীজ ব্যবহার করতে হবে
২. রোগ প্রতিরোধ জাতের চাষ করতে হবে ।
আক্রমণ হলে করণীয়ঃ
১. আক্রান্ত পাতা অপসারণ করে পুড়িয়ে ফেলা ।
২. কপারঅক্সিক্লোরাইড ১ গ্রাম/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা
৩. আখ কাটার পর অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলুন ।।
তথ্যসূত্রঃ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ঈশ্বরদী, পাবনা এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১