[slider width=”100%” height=”60%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/10/dalim-anthracnose.jpg[/slide]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/10/anthracnose.jpeg-2.jpg[/slide]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/10/anthracnose.jpeg[/slide]
[/slider]

রোগের লক্ষণঃ

অ্যানথ্রাকনোজ ডালিমের একটি ক্ষতিকর রোগ। Sphaceloma punicae নামক ছত্রাক জীবাণু দ্বারা এ রোগ হয়। এ রোগের আক্রমণে প্রথমে ডালিমের উপর বাদামী রংয়ের ছোট ছোট দাগ দেখা যায়। পরবর্তীতে দাগগুলা বড় হয়ে ফল কালো হয়ে ঝরে পড়ে।

রোগ দেখা দেয়ার পূর্বে করণীয়ঃ 

  • সময়মত প্রুনিং করে গাছ ও বাগান পরিস্কার পরিচ্ছন্ন রাখা;
  • রোগাক্রান্ত ডালপালা কেটে সেখানে বোর্দপেস্ট লাগাতে হবে;

রোগ দেখা দেয়ার পর করণীয়ঃ

  • গাছের নিচে ঝড়ে পড়া পাতা, মুকুল বা ডালিমের গুটি অপসারণ করা;
  • এ রোগে আক্রান্ত ফল বা অন্যান্য অংশ কেটে পুড়িয়ে ফেলতে হবে;
  • অনুমোদিত রোগনাশক প্রয়োগ করা –
গ্রুপের নাম বানিজ্যিক কীটনাশকের কতিপয় নমূনা বিষক্রিয়ার মেয়াদ ও ক্রিয়ার ধরণ
প্রোপিকোনাজল [accordian class=”” id=””]
[toggle title=”বিস্তারিত দেখতে ক্লিক করুন” open=”no”]গাছে মুকুল আসার পর ফুল ফোটার আগেই সিনজেন্টা কোম্পানীর টিল্ট ২৫০ ইসি @ ০.৫ মিলি/লি. পানি; অথবা এসিআই কোম্পানীর প্রাউড ২৫ ইসি @ ১ মিলি/লি. পানি; ইনতেফা কোম্পানীর শাদীদ @ ০.৫ মিলি/লি. পানি; স্কয়ারের পোটেন্ট ২৫০ ইসি @ ০.৫ মিলি/লি. পানিতে ছত্রাকনাশকের যেকোনো একটি ভালোভাবে মিশিয়ে মুকুলে স্প্রে করতে হবে[/toggle]
[/accordian]
কার্বেন্ডাজিম [accordian class=”” id=””]
[toggle title=”বিস্তারিত দেখতে ক্লিক করুন” open=”no”]অটোক্রপ কেয়াররের ব্যাভিস্টিন ডি.এফ @ ১ গ্রাম/লি. পানি; অথবা  ইনতেফা কোম্পানীর আরবা ৫০ wp @ ২ গ্রাম/লি. পানি; অথবা এসিআই কোম্পানীর এমকোজিম ৫০ wp @ ১ গ্রাম/লি. পানি; অথবা স্কয়ারের গোল্ডাজিম ৫০০ ইসি @ ১ মিলি/লি. পানি পাতায় হলে ১৫ দিন পর পর ৩-৪ বার এবং ফল পাকার এক মাস আগে প্রয়োগ করতে হবে[/toggle]
[/accordian]
মেনকোজেব [accordian class=”” id=””]
[toggle title=”বিস্তারিত দেখতে ক্লিক করুন” open=”no”]গাছে মুকুল আসার পর ফুল ফোটার আগেই অটোক্রপ কেয়াররের ইন্ডোফিল এম-৪৫ @ ২ মিলি/লি. পানি; অথবা ডায়াথেন এম-৪৫ ছত্রাকনাশকের যেকোনো একটি ভালোভাবে মিশিয়ে মুকুলে স্প্রে করতে হবে[/toggle]
[/accordian]
হেক্সাকোনাজল [accordian class=”” id=””]
[toggle title=”বিস্তারিত দেখতে ক্লিক করুন” open=”no”]অটোক্রপ কেয়াররের কনটাফ ৫ ইসি @ ২ মিলি/লি. পানি; অথবা এসিআই কোম্পানীর কনজা ৫ ইসি @ ২ মিলি/লি. পানি; অথবা  ইনতেফা কোম্পানীর শাবাব ৫ ইসি @ ১ মিলি/লি. পানিতে মিশিয়ে ১৫ দিন পর পর ৩-৪ বার এবং আম পাকার এক মাস আগে প্রয়োগ করতে হবে[/toggle]
[/accordian]
ট্রাইসাইক‌োলাজল [accordian class=”” id=””]
[toggle title=”বিস্তারিত দেখতে ক্লিক করুন” open=”no”]ইনত‌েফা ক‌োম্পানীর দ‌িফা ৭৫ wp @ ১.৩ গ্রাম/লি. পানিতে মিশিয়ে স্প‌্র‌ে করত‌ে হব‌ে[/toggle]
[/accordian]
কার্বেন্ডাজিম+ম্যানকোজেব [accordian class=”” id=””]
[toggle title=”বিস্তারিত দেখতে ক্লিক করুন” open=”no”]অটোক্রপ কেয়ার ক‌োম্পানীর কমপানিয়ন ৭৫ wp @ ২ গ্রাম/লি. পানিতে মিশিয়ে স্প‌্র‌ে করত‌ে হব‌ে[/toggle]
[/accordian]

বিঃ দ্রঃ

  • তাছাড়াও বায়ার কোম্পানীর ফেনামিডন গ্রুপের সিকিউর @ ০.৫ মিলি প্রতি লিটার পানি; অথবা মুকুল আসার পূর্বেই পাতায় এনার্জি ১ লিটার পানিতে ২ গ্রাম হারে ১ম স্প্রে, মটর দানা হলে মুক্তি ১০ লিটার পানিতে ৩ মিলি হারে ২য় স্প্রে, মার্বেল আকার হলে নোভা ১ লিটার পানিতে ১ মিলি; অথবা ১% বর্দোমিক্সার হারে ৩য় স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়।
  • এমনকি গাছ থেকে ডালিম পাড়ার পর জুন-জুলাই মাসে ডাল-পাতায় একবার স্প্রে করেও সুফল পাওয়া যায়। প্রথমবার স্প্রে করার ১৫ থেকে ২০ দিন পর গুটি মার্বেল আকারের হলে একইভাবে আর একবার স্প্রে করতে হবে। এতে কচি ডালিমে আক্রমণ প্রতিহত হয় এবং ডালিম ঝরে পড়া কমে। কীটনাশকের সাথে এসব ছত্রাকনাশক মিশিয়ে একত্রে স্প্রে করা যেতে পারে।

তথ্যসূত্রঃ http://www.agrobangla.com (মৃত্যুঞ্জয় রায়); http://vcampus.co এবং কৃষকের জানালা

Print Friendly, PDF & Email

সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১