রোগ আক্রমণের লক্ষণঃ
এ রোগের আক্রমনে পাতায় , ফলে ও কান্ডে কাল ময়লা জমে। মিলিবাগ বা সাদা মাছির আক্রমন এ রোগ ডেকে আনে।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/sooty-mould.jpeg[/slide]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/shooty-mold-1.jpg[/slide]
[/slider]
রোগের সমন্বিত ব্যবস্থাপনাঃ
আক্রমণের পূর্বে করণীয়ঃ
১. নিয়মিত বাগান পরিদর্শন করুন।
আক্রমণের পর করণীয়ঃ
# আকান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
# মিলিবাগ বা সাদা মাছির আক্রমন এ রোগ ডেকে আনে তাই এদের দমনের জন্য এডমায়ার ১ মি.লি / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা ।
# টিল্ট ২৫০ ইসি ১০ লি. পানিতে ৫ মি.লি. মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা।
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৮, ২০২১