রোগের লক্ষণঃ
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/Kul-Anthracnose-2.jpg[/slide]
[/slider]
এ রোগের আক্রমণে ফলে কালচে দাগ পড়ে । ফর খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। ফল শুকিয়ে যায় কেখনও কখনও অনেক দাগ একত্রিত হয়ে ফল পঁচে যায়।
রোগের সমন্বিত ব্যবস্থাপনাঃ
রোগ দেখা দেয়ার পূর্বে করণীয়ঃ
১. নিয়মিত পরির্শন করতে হবে।
রোগ দেখা দেয়ার পর করণীয়ঃ
# আক্রান্ত ফল সংগ্রহ করে ধ্বংস করা।
# টিল্ট ২৫০ ইসি ১০ লি. পানিতে ৫ মি.লি. মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা।
তথ্যসূত্রঃ কৃষকের জানালা
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৮, ২০২১