রোগের লক্ষণঃ
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/powdery-mildew-of-kul.jpg[/slide]
[/slider]
এ রোগের আক্রমনে প্রথমে পাতার নিচে সাদা পাউডারের মত আবরন দেখা যায় যা পরবর্তী সময়ে কাল বা বাদামী রং ধারন করে। আস্তে আস্তে এ রোগ ফুল ও ফলে বিস্তার লাভ করে। এতে ফুল এবং ফল বাদামী রং ধারন করে এবং ঝড়ে পড়ে। ফলের পরিপক্ক অবস্থায় এ রোগের আক্রমন হ‘লে ফল ফেটে যায়।
রোগের সমন্বিত ব্যবস্থাপনাঃ
রোগ দেখা দেয়ার পূর্বে করণীয়ঃ
১. নিয়মিত পরির্শন করতে হবে।
রোগ দেখা দেয়ার পর করণীয়ঃ
# আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা।
# গাছে ফুল আসার সময় প্রতি লিটার পানির সাথে ২ গ্রাম সালফোলাক বা কুমুলাস মিশিয়ে ১০-১৫ দিন পরপর ২-৩ বার পাতার নীচের দিকে ভালভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে
তথ্যসূত্রঃ কৃষকের জানালা
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৮, ২০২১