কাঁকরোলের ভাল ফলন পাওয়ার জন্য প্রতি শতাংশ (ডেসিমাল) জমির জন্য নিম্নোক্ত হারে সার প্রয়োগ করতে হবেঃ
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য |
পচা গোবর/কম্পোস্ট | ২০ কেজি | এলাকা বা মৃত্তিকাভেদে সারের পরিমাণে কম-বেশী হতে পারে। অধিকতর তথ্য জানতে এখানে ক্লিক করুন। |
টিএসপি | ০.৫১-০.৬১ কেজি | |
ইউরিয়া | ০.৪-০.৫১ কেজি | |
এমওপি/পটাশ | ০.৪-০.৫১ কেজি | |
জিপসাম | ০.৩২-০.৪ কেজি | |
দস্তা সার | ০.০৫ কেজি | |
বোরণ | ০.০৪ কেজি | |
ম্যাগনেশিয়াম অক্সাইড | ০ |
প্রয়োগ পদ্ধতিঃ
গোবর সার জমি তৈরির সময় মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। টিএসপি, এমওপি ও জিপসাম সার মোথা লাগানোর ১৫ দিন আগে মাদার মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া সার সমান দু’ভাগে ভাগ করে মোথা থেকে চারা গজানোর পর যথাক্রমে ১৫ ও ৩০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। মাটি অমস্নীয় হলে শেষ চাষের সময় হেক্টরপ্রতি ৮০ থেকে ১০০ কেজি ডলোচুন প্রয়োগ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে।
তথ্যসূত্রঃ ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা ইউনিট (ওয়েবসাইট)
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১