লাউয়ের ভাল ফলনের জন্য শতাংশ (ডেসিমল) প্রতি নিম্নোক্ত হারে সার প্রয়োগ করতে হবে-
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য |
পচা গোবর/কম্পোস্ট | ৪০ কেজি | অধিকতর তথ্যের জন্য এখানে ক্লিক করুন। এলাকা বা মৃত্তিকা ভেদে সারের পরিমাণে কম-বেশী হতে পারে। |
ইউরিয়া | ২ কেজি | |
টিএসপি | ১.৬ কেজি | |
এমওপি | ১.২ কেজি | |
জিপসাম | ০ | |
দস্তা সার | ০ | |
বোরণ | ১০ গ্রাম | |
ম্যাগনেসিয়াম অক্সাইড | ০ |
সার প্রয়োগ পদ্ধতিঃ
পিট তৈরি করার সময় সমুদয় গোবর, টিএসপি, বোরণ, অর্ধেক পটাশ এবং পাঁচ ভাগের এক ভাগ ইউরিয়া সার মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। সার মেশানের ১০-১৫ দিন পর জমিতে বীজ বপন করতে হয়। অবশিষ্ট ইউরিয়া ও পটাশ সার সমান চার‘কিস্তিতে বছরব্যাপী উপরি প্রয়োগ করতে হয়।
তথ্যসূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১