পুঁইশাকের ভাল ফলনের জন্য শতাংশ (ডেসিমল) প্রতি প্রতি নিম্নোক্ত হারে সার প্রয়োগ করতে হবে –
গ্রাম বা কেজি যেকোন একটি অনুসরণ করতে হবে। এলাকা বা মৃত্তিকাভেদে সারের পরিমাণে কম-বেশী হতে পারে।
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য |
পচা গোবর/কম্পোস্ট | ১৬ কেজি | অধিকতর তথ্যের জন্য এখানে ক্লিক করুন। এলাকা বা মৃত্তিকাভেদে সারের পরিমাণে কম-বেশী হতে পারে। |
ইউরিয়া | ১.১৫ কেজি | |
টিএসপি | ০.৩২ কেজি | |
এমওপি | ০.৩ কেজি |
প্রয়োগ পদ্ধতিঃ
কম্পোস্ট ও টিএসপির অর্ধেক জমি তৈরীর সময় ও বাকী অর্ধেকচারা রোপনের গর্তে প্রয়োগ করতে হবে। ইউরিয়া ও পটাশ চারা গজানোর ৮-১০দিন পর থেকে ১০-১২ দিন পর ২-৩ কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে।
উৎসঃ আধুনিক উপায়ে সবজি চাষ (মুহাঃ ফজলুল হক রিকাবদার)
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১