বাঁধাকপির ভাল ফলন পাওয়ার জন্য প্রতি শতাংশ (ডেসিমাল) মাঝারি উর্বর জমির জন্য নিম্নোক্ত হারে সার প্রয়োগ করতে হবেঃ
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য |
পচা গোবর/কম্পোস্ট | ২০-৪০ কেজি | অধিকতর তথ্যের জন্য এখানে ক্লিক করুন। । এলাকা বা মৃত্তিকা ভেদে সারের পরিমাণে ভিন্নতা থাকতে পারে |
ইউরিয়া | ১.০-১.২ কেজি | |
টিএসপি | ০.৬১-০.৮১ কেজি | |
এমওপি/পটাশ | ০.৮১-১ কেজি |
সার প্রয়োগ পদ্ধতিঃ
সমুদয় গোবর, টিএসপি ও অর্ধেক পটাশ সার শেষ চাষের সময় সমানভাবে ছিটিয়ে মাটিতে মিশিয়ে দিতে হবে। চারা রোপণের ১০ দিন পর ১ম বার, ২৫ দিন পর ২য় বার ইউরিয়া ও মাথা বাঁধার সময় অবশিষ্ট পটাশ এবং ইউরিয়া সার সমান ৩ কিস্তিতে প্রয়োগ করতে হবে।
তথ্য সূত্রঃ কৃষি প্রযুক্তি ভান্ডার, বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১