বেগুনের ভাল ফলন পাওয়ার জন্য সকল জাতের জন্য ১ শতাংশ (ডেসিমল) জমির জন্য নিম্নোক্ত হারে সার প্রয়োগ করতে হবেঃ
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য |
পচা গোবর/কম্পোস্ট | ৪০ কেজি | অধিকতর তথ্যের জন্য এখানে ক্লিক করুন। এলাকা বা মৃত্তিকা ভেদে সারের পরিমাণ কম-বেশি হতে পারে। |
ইউরিয়া | ১.২ কেজি | |
টিএসপি | ০.৮১ কেজি | |
এমওপি/পটাশ | ০.৮১ কেজি | |
জিপসাম | ০.৪ কেজি | |
দস্তা | ০.০৫ কেজি | |
বোরণ | ০.০৪ কেজি |
সার প্রয়োগ পদ্ধতিঃ
সমুদয় গোবর, টিএসপি, জিপসাম, দস্তা, বোরণ এবং ২১০ গ্রাম পটাশ শেষ চাষের সময় মাটিতে প্রয়োগ করতে হবে। চারা রোপণের পর ১০-১৫ দিন প্রথমবার, ফল ধরা শুরু হলে দ্বিতীয় বার এবং ফল আহরণের মাঝামাঝি সময়ে তৃতীয় বার ৪০০ গ্রাম করে ইউরিয়া এবং ২০০ গ্রাম করে পটাশ প্রয়োগ করতে হবে। গ্রাম কে ১০০০ দিয়ে ভাগ করলে কেজি হবে।
তথ্য সূত্রঃ কৃষি প্রযুক্তি ভান্ডার, বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১