কাঁচা ফলের ভক্ষণোগ্য পরিপক্কতাঃ
কাঁচা ফল পরাগায়ণের ২০-২৫ দিনের মধ্যে সংগ্রহ করতে হবে। ফলে সবুজ রং থাকবে এবং ফল মসৃণ ও উজ্জ্বল দেখাবে। নখ দিয়ে ফলের গায়ে চাপ দিলে নখ সহজেই ভেতরে ঢুকে যাবে।
পাকা ফল সংগ্রহ ও সংরক্ষণযোগ্য পরিপক্কতাঃ
নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করে মিষ্টিকুমড়ার পূর্ণ পরিপক্কতা নির্ধারণ করা হয়ঃ
- ফলের বোঁটা খড়ের রং ধারণ করবে;
- ফলের রং হলুদ অথবা হলুদ কমলা রং ধারণ করবে;
পাকা ফল সংগ্রহকালে বিশেষ সতর্কতাঃ
ফল সংগ্রহের ২/৩ সপ্তাহ পূর্বে সেচ দেয়া বন্ধ রাখতে হবে। এতে ফলের সংরক্ষণকাল বৃদ্ধি পাবে।
ফলনঃ
উচ্চ ফলনশীল জাত উন্নত পদ্ধতিতে চাষ করলে ৩০-৪৫ টন পর্যন্ত ফল পাওয়া সম্ভব।
উৎসঃ বারি কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর।
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১