আগাছা দমনঃ জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে।
দমন পদ্ধতিঃ শসার শিকড় মাটির গভীরে যায় না তাই হালকাভাবে নিড়ানির সাহায্যে আগাছা পরিষ্কার করতে হবে।
সেচ ব্যবস্থাপনাঃ
সেচের সময়ঃ গ্রীষ্মকালে ৪/৫ দিন অন্তর সেচ দেওয়া আবশ্যক। সেচের সুবিধার জন্য ২ টি বেডের মধ্যে ১২-১৫ ইঞ্চি নালা রাখা উচিৎ।
সেচের পরিমাণঃ কদাল দিয়ে মাটি আলগা করে পরিমিত পরিমাণে সেচ দিতে হবে।
নিষ্কাশনঃ শসার জমিতে পানি দাঁড়ালে, গাছ হলদে হয়ে যায় এবং গাছের বৃদ্ধি বাঁধা প্রাপ্ত হয়ে মাদা ও মাদার চার পাশের মাটি শুকায়ে গেলে। তাই কোন অবস্তাতেই গাছের গোড়ায় পানি জমে থাকতে দেয়া যাবেনা।
বাউনি দেওয়াঃ
তারের নেট অথবা সুতলী অথবা বাশের কঞ্চির সাহায্যে বাউনি দিতে হবে। বাউনি/মাচা নিকাশ নালার উভয় পাশের ২ বেড বরাবর ১টি দিলে চলবে এবং মাঝে মাঝে মাটি ঝুরঝুরে করে দিতে হবে।
তথ্যসূত্রঃ ই-কৃষক; কৃষি তথ্য সার্ভিস; সবজি উৎপাদন প্রশিক্ষন ম্যানুয়াল, krishibangla.com, কৃষি পণ্যের গ্রেডিং নির্দেশিকা
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১