পোকা আক্রমণের লক্ষণঃ
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/11/jap_beetle_symptoms2.jpg[/slide]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/11/maizejapanesebeetle-2.jpg[/slide]
[/slider]
এ পোকার গ্রাব শিকড়ে আক্রমণ করলেও পূর্ণবয়স্ক পোকা গাছের কচি পাতায় আক্রমণ করে এবং ক্ষতি করে।
আক্রমণের পূর্বে করণীয়ঃ
১. বিলম্বে না বুনে আগাম ভুট্টা বপন করুন;
২. উন্নত জাতের ভুট্টা বপন করুন ।
আক্রমণের পর করণীয়ঃ
১. অল্প আক্রমনের ক্ষেত্রে হাত দিয়ে পিশে পোকা মেরে ফেলা;
২. আক্রান্ত পাতা অপসারণ করা;
৩. ডিটারজেন্ট পানিতে মিশিয়ে স্প্রে করা ;
৪. এ পোকার জন্য কোন অনুমোদিত কীটনাশক নেই। তবে কলার বিটলের জন্য অনুমোদিত কীটনাশক হলো ঃ
গ্রুপের নাম | বানিজ্যিক নাম | ফসল |
প্রফেনফস (৪০%) + সাইপারমেথ্রিন (২.৫%) | সবিক্রণ ৪২৫ ইসি (এপি-৩২২) প্রতি লিটার পানিতে ২ মিলি হারে | কলা |
থিয়ামিথোক্সাম | একতারা ২৫ wg (এপি-৪২৮) প্রতি লিটার পানিতে ০.২ গ্রাম হারে | কলা |
আইসোপ্রোকার্ব (এমআইপিসি) | মিপসিন ৭৫ ডব্লিউ পি (এপি-৫৩৯) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হারে | কলা |
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১