অয়েল পাম গাছের কোন শাখা নেই। শুধুমাত্র একটি ট্রান্ক ও পাতা রয়েছে। বর্ধনশীল শাখার মাধ্যমে উহা বড় হয় ও বেচে থাকে। কোন কারণে বর্ধনশীল শাখা মারা গেলে গাছ মারা যায়। প্রতি বছর এখান হতে ২০-২৫ টি পাতা বের হয়।
পাম গাছের জন্য প্রচুর পানি ও মিনারেল সল্ট প্রয়োজন হয়। অন্যথায় ভাল ফলন দেয় না। অধিক সময় মূলের চারিদিকে পানি জমে থাকলে ফলন ভাল হয় না। অধিক গরমের সময় সেচ দেয়া যাবে না। সাধারনত সকাল বা সন্ধায় সেচ প্রয়োগ করতে হবে।
আগাছা পরিষ্কারঃ
ভাল ফলনের জন্য অবশ্যই আগাছা পরিষ্কার রাখতে হবে। গাছের চারিদিকে ৬.৫ ফুট পর্যন্ত নিয়মিত আগাছা মুক্ত রাখতে হবে। দুসারির মাঝখানের আগাছা পরিষ্কার করতে হবে। প্রথম বছর ৬ বার চাষ করতে হবে।
ছাটাইঃ
শুকনো ডাল-পাতা নিয়মিত কেটে ফেলতে হবে। গাছের একেবারে গোড়া থেকে ডাল কেটে দিতে হবে। পুরুষ ফুল গাছ থেকে সরিয়ে ফেলতে হবে। গাছের গোড়ায় কোন গাছ জন্মালে কেটে ফেলতে হবে।
তথ্যসূত্রঃ টি অয়েল পাম (ইন্টারনেট)
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১