[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/11/Leaf-roller-and-capsule-borer-2.jpg[/slide]
[/slider]
পোকা আক্রমণের লক্ষণঃ
এ পোকার ইংরেজি নাম Antigastra catalaunalis. কীড়া অবস্থায় পাতা মোড়ায় এবং সবুজ অংশ খায় । এটি সাধারণত কচি পাতাগুলোতে আক্রমণ করে থাকে।
আক্রমণের পূর্বে করণীয়ঃ
১. ক্ষেতের আশ পাশ অপরিচ্ছন্ন রাখবেন না
২. নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নিন
আক্রমণের পর করণীয়ঃ
• ক্ষেত পরিস্কার পরচ্ছন্ন রাখা ।
• আক্রন্ত পাতা সংগ্রহ করে ধ্বংস করা ।
• ক্ষেতে ডাল পুতে পাখি বসার ব্যবস্থা করা ( বিঘা প্রতি ৮-১০ টি)
• আক্রমণ বেশি হলে প্রতি লিটার পানিতে সুমিথিয়ন বা ফলিথিয়ন-২ মিঃলিঃ মিশিয়ে ভালভাবে স্প্রে করা।
তথ্যসূত্রঃ কৃষকের জানালা
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১