[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/11/mealybug-3-1.jpg[/slide]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/11/mealybug.jpeg[/slide]
[/slider]
পোকার আক্রমণের লক্ষণ:
এরা ডিগ পাতার ভেতরে ও বাইরে রস চুসে খায়। এর আক্রমন বেশি হলে পাতা হলদে হয়ে যায় এবং পরে মরে যায় । গাছে সাদা পাউডারি আস্তরণ পড়ে ।
আক্রমণের আগে করণীয়ঃ
১. আশ পোকা মুক্ত বীজ দিয়ে আখ চাষ করুন
২. মুড়ি আখ চাষ করবেন না
৩. গমের জমির পাশে বা গমের সঙ্গে চাষ পরিহার করা ।
আক্রমণ হলে করণীয়ঃ
১. আক্রান্ত গাছের বয়স্ক পাতা অপসারণ করা।
২. জমিতে সেচ দেওয়া।
৩. আখ কাটার পর অবশিষ্টাংশ পুড়িয়ে ফেরুন ।
তথ্যসূত্রঃ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই), ঈশ্বরদী, পাবনা এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৪, ২০২১
Leave A Comment