[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/Oryctes-rhinoceros.jpg[/slide]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/rhinoceros-beetles.jpg[/slide]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/coconutrhinosorusbeetle-2.jpg[/slide]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/rhinoceros-coconut.jpg-2.png[/slide]
[/slider]
পোকা আক্রমণের লক্ষণঃ
এ পোকার আক্রমণে শীর্ষ পাতা শুকিয়ে য়ায়। ত্রিভুজের মত নকশা করে পাতা কাটে । পূর্ণ বয়স্ক পোকা গাছের মাথায় আক্রমণ করে ও কান্ড ছিদ্র করে ঢুকে ভিতরের কোষ কলা খেতে থাকে।
পোকার সমন্বিত ব্যবস্থাপনাঃ
আক্রমণের পূর্বে করণীয়ঃ
১. গাছের নিচে গোবরা বা কমপোষ্টের পিট না রাখা ।
আক্রমণের পর করণীয়ঃ
১. গোবরা বা কমপোষ্টের পিট গাছের নিচ থেকে সরানো।
২. ছিদ্রে শিক ঢুকিয়ে খুচিয়ে পোকা মারা।
৩. আক্রান্ত গাছের নিচে মাটির চাড়িতে পচা খৈইল পানিতে গুলে বা ভেরেন্ডা বীজের গুড়া পানিতে জাল দিয়ে দ্রবণ তৈরী করে দিলে পোকা তার ভিতরে মারা যায়।
৪. প্রতি লিটার পানিতে ২ গ্রাম সেভিন বা ২ মিলি সুমিথিয়ন মিশিয়ে স্প্রে করা।
তথ্যসূত্রঃ কৃষকের জানালা
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৮, ২০২১