[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/leaf-miner-1.jpg[/slide]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/Leaf-miner-2.jpg[/slide]
[/slider]
পোকা আক্রমণের লক্ষণঃ
পাতার সবুজ অংশ খেয়ে খেয়ে পাতায় সুড়ঙ্গ করে এ পোকা ক্ষতি করে থাকে । পাতায় আঁকা-বাঁকা দাগের সৃষ্টি করে । আক্রান্ত পাতা কুঁকড়ে যায়।
পোকার সমন্বিত ব্যবস্থাপনাঃ
আক্রমণের পূর্বে করণীয়ঃ
১. নিয়মিত পরিদর্শন করে ব্যবস্থা নেয়া;
আক্রমণের পর করণীয়ঃ
• প্রতি লিটার পানিতে ১২০ মিলিলিটার নিমের খৈলের নির্যাস বা নিম তেল মিশ্রিত করে আক্রান্ত গাছে ভাল ভাবে পাতা ভিজিয়ে স্প্রে করে এই পোকা দমন করা যায়।
• ১০-২০লিটার পানিতে ১ কেজি নিমের খৈল মিশিয়ে ১৫ দিন অন্তর স্প্রে করলে এ পোকা দমন হয় ।
• তামাক নির্যাস ও সাবান গোলা পানি স্প্রে করে দিলেও এ পোকা দমন হয় ।
• আক্রমণ বেশি হলে এ পোকা দমনের জন্য ডায়াজিনন ৬০ ইসি বা ফেনথোয়েট ৫০ ইসি ২ মিলিলিটার হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
তথ্যসূত্রঃ কৃষকের জানালা
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৮, ২০২১