পোকা আক্রমণের লক্ষণঃ
পোকা গাছের কচি পাতা ও ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে । ফুল ও কচি ফলে আক্রমণের কারণে ফলে দাগ হয়।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/strawberry-thrips-2.jpg[/slide]
[/slider]
পোকার সমন্বিত ব্যবস্থাপনাঃ
আক্রমণের পূর্বে করণীয়ঃ
১. অতি বিলম্বে বা অতি অগ্রিম স্ট্রবেরির চাষ করবেন না
২. ক্ষেত আগাছা মুক্ত রাখুন
৩. নিয়মিত বাগান পরিদর্শন করুন।
আক্রমণের পর করণীয়ঃ
১. হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা ।
২. তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা ।
৩. এডমেয়ার ২০ এসএল ০.৫ মিলি./লি হারে পানিতে শিশিয়ে স্প্রে করা।
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১