পরিচর্যা : সেচ, আগাছা পরিষ্কার, তেউড় অপসারণ ইত্যাদি
চারা রোপণের পর মাটিতে পর্যাপ্ত রস না থাকলে তখনই সেচ দেয়া উচিত। এ ছাড়া, শুকনো মৌসুমে ১৫-২০ দিন পর সেচ দেয়া দরকার। বর্ষার সময় কলা বাগানে যাতে পানি না জমতে পারে তার জন্য নালা থাকা আবশ্যক। তাছাড়া গাছের গোড়া ও নালার আগাছা সব সময় পরিষ্কার রাখা প্রয়োজন। মোচা আসার আগ পর্যন্ত গাছের গোড়ায় কোন তেউড় রাখা উচিত নয়। মোচা আসার পর গাছ প্রতি একটি তেউড় বাড়তে দেয়া ভাল।
উৎসঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৮, ২০২১